
জেলা প্রতিনিধি:- শাহরাস্তি সূচীপাড়া দক্ষিন ইউনিয়নে ৭নং ওয়ার্ডে বিএনপির বর্তমান কমিটির পদ ধারী ও অনেক সমর্থককে আওয়ামীলীগের প্রাথমিক সদস্য করে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ভোটার তালিকা প্রস্তুত করেন। তাহা বাতিলের দাবী করেন ওয়ার্ড আওয়ামীলীগের নেত্রীবৃন্দরা। অভিযোগে জানা যায় ১৯/১১/২০১৯ ইং তারিখে রাত তিনটায় ৭নং ওয়ার্ডে হাইকামতাতে এইসব বিএনপির ব্যক্তিদের আওয়ামীলীগের ত্রিবার্ষিক ওয়ার্ড সম্মেলনে কাউন্সিলর করা হয় বর্তমান ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন সভাপতি যোগসাজে এইসব অনুপ্রবেশকারীদের আওয়ামীলীগের সদস্য করা হয়। ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক এই পদে থাকার জন্য। তাই তাদের পছন্দমতে এইসব বিএনপির লোকদেরকে আওয়ামীলীগের সদস্য করা হয়। তালিকায় যাহাদের নাম রয়েছে এদের মধ্যে অনেকে জানেন না তাদের তাদের নাম অন্তর্ভূক্ত হয়ে কিভাবে। এ বিষয়ে ২১/১১/২০১৯ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাক গ্রহন ও বিতরণ শাখায় এলাকাবাসির পক্ষ থেকে গণস্বাক্ষারযুক্ত একখানা অভিযোগ করা হয়। ঐ রাত্রে যাহারা গোপনে এইসব বিএনপির লোকদেরকে সদস্য করেণ পরবর্তীতে আওয়ামী সমর্থকরা হাইকামতা মুনসুরের ঘরে গেলে সদস্য করার মূল খলনায়করা তাদের নিজের পায়ের জুতা ও হোন্ডা রাখিয়া পালিয়ে আসে। পরবর্তীতে শাহরাস্তি থানার পুলিশ জুতা ও হোন্ডা উদ্ধার করে থানায় নিয়ে আসে। আওয়ামী সমর্থকরা জানেন এই সদস্য তালিকা কিভাবে প্রকাশ হয় তাহা বাতিল করতে হবে। এই তালিকাভুক্ত ৩৬জনকে আইনের কাটগড়ায় নেয়া হবে। কে তাদেরকে এই সদস্য করিয়াছে এই নিয়ে এলাকায় প্রতিদিন জলপনা কল্পনা। এই তালিকা বাতিল না করা হলে একায় যেকোনো সময় রক্তশীল ঘটনা ঘটতে পারে।