
(শাহরাস্তি থেকে ফিরে এসে নূর মোহাম্মদ)
শাহরাস্তি মেহের উচ্চবিদ্যায় মেনেজিং কমিটি গঠন নিয়ে অনিয়ম ও স্বজনপ্রিতি হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্জিত সরকার এই বিদ্যালয়ে থাকিয়া জামাতশিবির বিএপিদেরকে স্থান দেওয়া হচ্ছে বলে জানা যায়। অত্যন্ত গোপনে অভিবাকদেরকে না জানিয়ে শাহারাস্তি পোরসভার ১নং ওয়ার্ডের জামাতের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন হুজুরকে মেনেজিং কমিটির সদস্য করেণ পরবর্তি বিদ্যালয়ের সভাপতি করা হবে। একই বিদ্যালয়ের শিক্ষক সরোয়ার হোসেন শাহারাস্তি উপজেলা জামাতের সাথী ছিলেন। তাহাকে প্রধান শিক্ষক ও জামাত নেতা মাইনুদ্দিনের সহযোগিতায় সরোয়ারকে সহকারি শিক্ষক নিয়োগ দেয়া হয়। গোটা বিদ্যালয়টি জামাত শিরিরের আদর্শ বাস্তবায়ন করতে চাইছে। অভিবাবক ও এলাকাবাসি সহকারি শিক্ষক সরোয়ারের অপসারণ ও জামাত নেতা মাইনুদ্দিনকে বাদ দিয়ে মুক্তিযোদ্ধা সপক্ষে ব্যক্তিদেরকে স্থান দেয়া যাবে।