নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নই আমাদের বড় আত্মতৃপ্তি। দেশের সম্পদ লুন্ঠন করে সম্পদের পাহাড় গড়ার রাজনীতি আওয়ামী লীগ করে না।
শুক্রবার সকাল ১০টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩টি কমিউনিটি ক্লিনিক ও সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণও করেন প্রতিমন্ত্রী
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের কমিউনিটি ক্লিনিক একেবারে প্রান্তিক জনগণের সেবায় মাইলফলক।
বিএনপি-জামায়াত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, তারা দেশের মানুষের সাথে ধোঁকাবাজি করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত একটি সোনার বাংলা বিনির্মাণ করে চলছি।
এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার, মো. সায়েদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু তাহের মো. মামুনসহ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতারা।