January 26, 2021

এইমাত্র পাওয়া সংবাদ

নতুন বছরে বড় উত্থান দিয়ে শুরু পুঁজিবাজার

২০২১ সালে প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাড়ল ২১৬ পয়েন্ট। লেনদেন ছাড়াল ১৯০০ কোটি টাকা।

এদিকে, সিএসইর সার্বিক সূচক বেড়েছে ৬৭২ পয়েন্ট। বাজার বিশ্লেষক বলছেন, বাজার নিজস্ব গতিতে ফিরেছে, কোনো ধরনের হস্তক্ষেপ না করার আহ্বান।

নতুন বছরে পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারিদের প্রত্যাশা থাকে প্রতিবারই, তবে সময়ের সাথে হারিয়ে যায় তা। কিন্তু ২০২১ সালের শুরুতে বড় উত্থানে আভাস দিচ্ছে ইতিবাচক বাজারের।

বছরের প্রথম কর্মদিবসেই দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক বাড়ে ২১৮ পয়েন্ট।ফলে সাড়ে ৫ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করে দাড়ায় ৫ হাজার ৬১৬ পয়েন্ট।

বাজারের এই উত্থানে দাম বেড়েছে বেশিভাগ প্রতিষ্ঠানের । ২৫৩ টি  প্রতিষ্ঠানের দাম বাড়ার বিপরীতে দাম কমে ৫৮ টি। তবে অপরিবর্ততি ছিলো ৫০ টির।দীর্ঘদিন পর লেনদেন ছাড়িয়েছে ১৯শ’ কোটির ঘর।

লেনদেনে শীর্ষ প্রতিষ্ঠান গুলো হলো বেক্সিমকো ফার্মা, আইএফআিইসি, বেক্সিমকো লার্ফাজ, বাজার বিশ্লেষক বলছেন নিজস্ব গতিতে ফিরেছে দেশের পুঁজিবাজার কোনো ধরণের হস্তক্ষেপ না করার আহ্বান।

বড় উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক টএক্সচেঞ্জেও। সার্বিক সূচক সিএএসপিআই ৬৭২ পয়েন্ট বেড়ে হয় ১৬ হাজার ২৬৫। লেনদেন হয় ৬৭ কোটি টাকা।লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২০৮ টির, কমেছে ৪২টির।215707_bangladesh_pratidin_sharebazar-pic

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *