বাংলাদেশ জাতীয় সামাজিক জনকল্যাণ পাটির চেয়ারম্যান মোঃ হোসেন খান লিটন তার বক্তব্যে বলেন- দেশের গণপরিবহন সংকটের সুযোগ কাজে লাগিয়ে ঈদ যাত্রাবহরে নিবন্ধিত যানবাহনে আন্তঃজেলা ও দুরপাল্লার ক্ষেত্রে ২৯ শতাংশ সিটি সার্ভিস এবং ৪৭ শতাংশ যানবাহন ফিটনেসবিহীন চলাচল করে থাকে। নৌপথে ১৭ শতাংশ লঞ্চ ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় ও ঝঁকিপূর্ণ ভাবে চলাচল করে। এতে প্রতিবছর ঈদে সড়ক ও নৌ দূর্ঘটনায় শতশত যাত্রীকে প্রাণ দিতে হয়। কয়েক হাজার যাত্রী আহত ও পঙ্গু হয়। সরকারের পক্ষ থেকে এসব প্রাণহানি বন্ধে অবিলম্বে এসব ফিটনেসবিহীন লক্কর-ঝক্কড় যানবাহন বন্ধের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সারা দেশের ১০ অবৈধ নসিমন করিমন যাতে দূরপাল্লার যাত্রী নিয়ে মহাসড়কে উঠতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনে প্রতি নজর রাখার আহ্বান জানান। এছাড়াও সারা দেশে ৪লক্ষাধিক নিবন্ধিত ফিটনেসবিহীন, ঝুঁকিপূণ যানবাহন যাতে দূরপাল্লার যাত্রী বহন না করতে পারে তার ব্যবস্থা নিতে হবে এবং নিজেরাও সামজিক সচেতনতা হতে হবে।