আবু ইউসুফ পাটোয়ারী; উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের বাসিন্দা এক দিন মজুরের মেয়ে মাদ্রাসা পড়ুয়া কিশোরীকে বুধবার সন্ধ্যায় প্রতিবেশী বখাটে আল আমিন বিয়ের প্রলোভন দেখিয়ে ঘরের পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় আল আমিনের মোবাইল ফোন বেজে উঠলে স্থানীয়রা এসে আল আমিনকে আটক করে। অপরদিকে, উপজেলা নলী চান্দুখালী গ্রামের পিতৃহীন এক কিশোরীকে বুধবার রাতে ঘরের বারান্দায় ঢুকে প্রতিবেশী তরিকুল ইসলাম নামের এক বখাটে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিশোরীর মা এসে বখাটেকে হাতে-নাতে আটক করে।তাদের দুজনের মা বাদী হয়ে থানায় দুই বখাটেকে আসামী করে পৃথক দু’টি মামলা দায়ের করলে পুলিশ দুই বখাটেকে আটক করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে।আটক দুই বখাটেরা হলো নিজামিয়া গ্রামের আ. হক মোল্লার ছেলে আল আমিন(২০) ও নলী চান্দুখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে তরিকুল ইসলাম(২১).